বুধবার নিজের পদ থেকে ইস্তফা দেন বিহার বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার সিনহা ৷ নীতীশ কুমার ও তাঁর দল এনডিএ-এর সঙ্গ ত্যাগ করার পর বিহারে নতুন সরকার তথা মন্ত্রিসভা গঠিত হয়েছে ৷ অষ্টমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ ৷ তাঁর পক্ষে যে সরকার গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে, বুধবারই তা প্রমাণ করতে হবে তাঁকে ৷ সংখ্যারিষ্ঠতা প্রমাণের সেই আস্থা ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন বিজয় ৷ অথচ, সরকারে পালাবদল হলেও এত দিন অধ্যক্ষের আসন ছাড়তে রাজি হননি তিনি ৷ বিজয় কুমার সিনহা পদ ছাড়তে নারাজ হওয়ায় এ দিনই তাঁর বিরুদ্ধে সরকারের তরফে অনাস্থা পেশ করা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর এই সংক্রান্ত ভাষণ দেওয়ার সময়েই নিজের পদত্যাগপত্র পেশ করেন বিজয় কুমার সিনহা ৷ একইসঙ্গে, এ দিন দুপুর ২টো পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন তিনি ৷


