জেলা

অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ গত ১১ অগস্ট বোলপুরে নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর থেকে দু’ দফায় ১৪ দিনের জন্য তিনি সিবিআই হেফাজতে ছিলেন ৷ বুধবার ওই হেফাজতের মেয়াদ শেষ হয় ৷ তাঁকে এদিন বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ আসানসোল আদালতে পেশ করা হয় ৷ প্রায় ঘণ্টাখানেক সওয়াল জবাবের পর বিচারক অনুব্রতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ৷ আগামী ৭ সেপ্টেম্বর আবার আদালতে পেশ করতে হবে ৷