বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একটি আন্তর্জাতিক সমীক্ষায় ৭৫ শতাংশ জনমত পেয়ে বিশ্বের সেরা রাষ্ট্রনেতা নির্বাচিত হলেন তিনি ৷ সূত্রের খবর, বিশ্বজুড়ে সমীক্ষাটি চালিয়েছে ‘মর্নিং কনসাল্ট’ নামে একটি সংস্থা ৷ তাদের রিপোর্ট বলছে, বিশ্বের সেরা রাষ্ট্রনেতাদের তালিকায় মোদির পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ৷ তাঁদের প্রাপ্ত সমর্থনের পরিমাণ যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ ৷ সংশ্লিষ্ট তালিকায় মোট ২২ জন রাষ্ট্রনেতার নাম রয়েছে ৷ তাঁদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন পঞ্চম স্থানে ৷ তিনি পেয়েছেন ৪১ শতাংশ মানুষের সমর্থন ৷ বাইডেনের পর ছয় নম্বরে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁকে সমর্থন করেছেন ৩৯ শতাংশ মানুষ ৷ ৩৮ শতাংশ মানুষের সমর্থন পেয়ে তালিকায় সাত নম্বরে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷