খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখলে ৫ হাজার টাকা জরিমানা! ফতোয়া জারি কলেজে

আজ মহাম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হচ্ছে প্রায় ১০ মাস পর। আর এমন ম্যাচের দিকে তাকিয় থাকে গোটা দেশ। ক্রিকেপ্রেমীরা এমন ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তবে ভারত-পাকিস্তান ম্যাচ সবাই মিলে একসঙ্গে দেখতে পারবেন না দেশের একটি কলেজের পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষ এমনই ফতোয়া জারি করেছে। আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি। তবে এই ম্যাচ জোট বেঁধে দেখতে পারবেন না শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা। কর্তৃপক্ষ ফতোয়া জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় পড়ুয়ারা এই ম্যাচ সম্পর্কে কিছু পোস্ট করতে পারবেন না। এমনও নির্দেশিকা জারি করা হয়েছে। সটুডেন্টস ওয়েলফেয়ারের ডিন নির্দেশিকা জারি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আজ ম্যাচ চলাকালীন শিক্ষার্থীদের নিজেদের ঘরেই থাকতে হবে।