ক্রাইম দেশ

২ নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে আটক কর্নাটকের লিঙ্গায়ত গোষ্ঠীর মঠপ্রধান শিবমূর্তি মুরুঘা শরণারু

কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হল কর্নাটকের লিঙ্গায়ত গোষ্ঠীর তীর্থক্ষেত্রের সমতুল চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধান শিবমূর্তি মুরুঘা শরণারুকে। তাঁর বিরুদ্ধে পুলিশ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পকসোয় মামলা রুজু করেছে। দুই নাবালিকার মধ্যে একজন দলিত হওয়ায় এই মামলার সঙ্গেই তফসিলি জাতি-উপজাতির উপর অত্যাচারের আইন সংযুক্ত করেছে পুলিশ। অভিযোগ, দুই হাইস্কুল পাঠরতা নাবালিকাকে যৌন হেনস্তা করেছেন। যদিও এ বিষয়ে কর্নাটকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সত্য উদ্ঘাটন হবে। যদিও মূল অভিযোগের প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।