বিহারের প্রতিশোধ মণিপুরে! মণিপুরে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলকে বড় ধাক্কা দিল বিজেপি ৷ জেডিইউ ছেড়ে পাঁচ বিধায়ক যোগ দিলেন বিজেপি-তে ৷ এর আগে অরুণাচলপ্রদেশেও জেডিইউ-এর একমাত্র বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখান ৷ মণিপুরে দলবদলের এই ঘটনাটি ঘটে শুক্রবার ৷ মণিপুর বিধানসভার সচিবালয়ের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷