উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায় করোনা অতিমারী এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকটের জেরে সারা বিশ্বের সরবরাহ শৃঙ্খল বাধাপ্রাপ্ত হয়েছে ৷ পাশাপাশি জানান, ভারতকে উৎপাদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তৈরি করতে তাঁর সরকার বদ্ধপরিকর ৷