গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস । দলের রাজ্য শাখার কার্যনির্বাহী সভাপতি তথা বিধায়ক জিগনেশ মেওয়ানিকে ৬ মাসের কারাবাসের সাজা দিল আমেদাবাদের একটি আদালত। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের নাম বদলকে কেন্দ্র করে ২০১৬ সালে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। সে সময় বিশ্ববিদ্যালয় চত্বরে ভাঙচুর চলে । পাশাপাশি পথ অবরোধ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটে । এই বিষয় নিয়ে তিনটি আলাদা আলাদা মামলার শুনানি করেন বিচারক । ২০১৬ সালের সেই মামলায় জিগনেশ-সহ মোট ২০ জনকে সাজা শুনিয়েছেন বিচারক পিএন গোস্বামী । ৬ মাসের কারাবাসের পাশাপাশি জরিমানাও দিতে হবে জিগনেশদের। প্রথম মামলার জন্য ৫০০ এবং পরের দুটি মামলায় ১০০ টাকা করে জরিমানা দিতে হবে এই ২০ জনকে । তবে সাজা কার্যকর হবে ১৭ অক্টোবরের পর । এর মাঝে সাজার বিরুদ্ধে আবেদন জানাবার সুযোগ রয়েছে জিগনেশদের কাছে ।