জেলা

৫ শিক্ষককে বদলির প্রতিবাদে রেল অবরোধ স্কুল পড়ুয়াদের

পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে রেল অবরোধ ৷ এদিন বেলা সাড়ে এগারোটা থেকে গৌড়দহ স্টেশনে রেল অবরোধ করে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়ারা ৷ অবরোধের জেরে ক্যানিং শাখার আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ পড়ুয়াদের দাবি, ‘‘আমাদের এলাকায় বেশ কয়েকটি স্কুল রয়েছে ৷ প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষককে বদলি করা হলে সমস্যা হত না ৷ কিন্তু, এক স্কুল থেকে পাঁচজনকে বদলি করা হলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে ৷ আমাদের স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মাত্র 3 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশের আধিকারিকরা ৷ পড়ুয়াদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন ৷ শেষে রেল পুলিশের মধ্যস্থতায় পড়ুয়ারা বেলা আড়াইটে নাগাদ অবরোধ তুলে নেয় ৷ প্রায় আড়াই ঘণ্টা ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে ৷