আদিবাসী সমাজের রেল রোকো কর্মসূচির জেরে বিক্ষোভের তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । খড়্গপুর থেকে টাটা ও চান্ডিল থেকে আসানসোল পর্যন্ত বহু ট্রেনের যাত্রাপথে বদল করা হয়েছে ৷ দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী জানান, গত তিন দিন ধরে বিক্ষোভ চলার ফলে আজও দক্ষিণ-পূর্ব রেল ট্রেন বাতিল করেছে ৷ আপাতত এখন পর্যন্ত মোট ১৮টি দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । এর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন ঘুর পথে চালানো হচ্ছে বলেও জানান তিনি । জানা গিয়েছে, বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথও বদল করা হয়েছে । রেলের তরফ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে । যদিও আন্দেলনকারীরা রেল লাইনের উপরেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন । রেল লাইন থেকে তাঁরা সরতে চাইছেন না । রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা সেখানে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন । তবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন আদিবাসী সমাজের মানুষেরা । তাঁদের দাবি না মানলে তাঁরা কোনওমতেই বিক্ষোভ তুলবেন না বলে জানিয়েছেন । যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।
ট্রেন বাতিলের তালিকা
- 12814 টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস
- 12813 হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস
- 12021 হাওড়া – বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
- 12022 বারবিল – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
- 22861 হাওড়া – কাঁটাবাঞ্জি এক্সপ্রেস
- 13301 ধানবাদ – টাটানগর এক্সপ্রেস
- 13302 টাটানগর – ধানবাদ এক্সপ্রেস
- 18183 টাটানগর – দানাপুর এক্সপ্রেস
- 18184 দানাপুর – টাটানগর এক্সপ্রেস
- 12883 সাঁতরাগাছি – পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস
- 12884 পুরুলিয়া – হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস
- 18036 হাতিয়া – খড়্গপুর এক্সপ্রেস
- 22892 রাঁচি – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
- 08049 খড়্গপুর – ঝাড়গ্রাম মেমু স্পেশাল
- 08015 খড়্গপুর – ঝাড়গ্রাম মেমু স্পেশাল
- 08055 খড়্গপুর – টাটানগর মেমু স্পেশাল
- 08697ঝাড়গ্রাম – পুরুলিয়া মেমু স্পেশাল
- 18019 ঝাড়গ্রাম – ধানবাদ এক্সপ্রেস
22 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে আদ্রা ও খড়্গপুর পর্যন্ত যাবে কয়েকটি ট্রেন ৷ এমনটাই জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে । যে ট্রেনগুলির যাত্রা পথ বদল করা হয়েছে দেখে নিন তার তালিকা –
- 08069 সাঁতরাগাছি – ঝাড়গ্রাম স্পেশাল খড়্গপুর অব্ধি যাত্রা করবে ।
- 12827 হাওড়া – পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা অব্ধি যাত্রা করবে ।
- 12828 পুরুলিয়া – হাওড়া এক্সপ্রেস , আদ্রা অব্ধি যাত্রা করবে ।
- 18035 খড়্গপুর – হাতিয়া এক্সপ্রেস আদ্রা অব্ধি যাত্রা করবে । এরপর থেকে খড়্গপুর অব্ধি ওই ট্রেনটি প্যাসেঞ্জার স্পেশাল হিসাবে যাত্রা করবে ।
- 18085 খড়্গপুর – রাঁচি এক্সপ্রেস আদ্রা অব্ধি যাত্রা করবে ।
- 18086 রাঁচি -খড়্গপুর এক্সপ্রেস আদ্রা অব্ধি যাত্রা করবে ।