এশিয়া কাপে ব্যর্থতার পর টি-২০ বিশ্বকাপের আগে আশায় বুক বাঁধতে এমনই কোনও কারণ খুঁজছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ মোহালিতে প্রথম ম্যাচ হেরেও জামথায় গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ আর ব্যাটারদের দাপটে উপ্পলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ‘মেন ইন ব্লু’ ৷ এক বল বাকি থাকতে এদিন উপ্পলে ভারতের ৬ উইকেটে থ্রিলার জয়ের নায়ক সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি ৷ প্রথমজন করলেন মাত্র ৩৬ বলে ৬৯ ৷ আর কোহলির ব্যাট থেকে এল ম্যাচ জেতানো ৪৮ বলে ৬৩ রানের ইনিংস ৷ সবমিলিয়ে সিরিজে পিছিয়ে পড়েও সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি মেজাজেই সারল টিম ইন্ডিয়া ৷ নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ ওপেনার ক্যামেরন গ্রিন (২১ বলে ৫২) এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের (২৭ বলে ৫৪) ভারতকে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় অস্ট্রেলিয়া ৷ ১৮৭ রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে অধিনায়ক এবং সহ-অধিনায়কের উইকেট খুঁইয়ে কাজটা কঠিন হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় উইকেটে অবলীলায় সেই পাহাড়প্রমাণ চাপ সামলান বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ৷ ৬২ বলে এই দুই ব্যাটারের ১০৪ রানের পার্টনারশিপই মুখের গ্রাস কেড়ে নেয় কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নদের ৷ ৫টি চার এবং সমসংখ্যক ছয়ে ৩৬ বলে ৬৯ রানের ধামাকা ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও ব্যাটনটা ধরে রেখেছিলেন কোহলি ৷ শেষবেলায় তাঁর সঙ্গী হন মারমুখী হার্দিক ৷