কলকাতা

দুর্গাপুজোয় কলকাতায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

দুর্গাপুজোয় কলকাতায় আসছেন না অমিত শাহ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জানিয়ে দিয়েছেন বিশেষ কাজ থাকায় অষ্টমীর দিনও কলকাতায় আসা হচ্ছে না অমিত শাহর। এটা ঘটনা, সন্তোষ মিত্র স্ক্যোয়ার–সহ সল্টলেকে বিজেপির উদ্যোগে পুজো এবং সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি জানান, উদ্বোধনে নয়, অষ্টমীর দিন অমিত শাহ কলকাতা আসতে পারেন। এমনকী পুজোর সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও কলকাতা আসার কথা ছিল। কিন্তু তিনিও আসছেন না। অগত্যা, শুক্রবার সল্টলেকে ইজেডসিসি’তে বিজেপির পুজোর উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। ২০২০ সাল থেকে দুর্গাপুজো করছে বঙ্গ বিজেপি। উদ্বোধনী বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। গতবারও পুজো হয়েছিল। বঙ্গ বিজেপির দুর্গাপুজো তৃতীয় বছরে পা দিল। কিন্তু অমিত শাহ আসতে না পারায় হতাশ কর্মীরা।