সংকটজনক সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব । একাধিক শারীরিক সমস্যা নিয়ে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি রয়েছেন অশীতিপর এই নেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত তিনি। এর মধ্যে অন্যতম মূত্রনালীর সংক্রমণ। গত রবিবার মুলায়মের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তাঁর ছেলে অখিলেশের কাছে বর্ষীয়ান রাজনীতিকের স্বাস্থ্যের খবর নেন। সেই সঙ্গে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।