মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। এই নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না বা সরকারি ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এই দুর্ঘটনার পরেই রাজ্য জুড়ে বিসর্জন নিয়ে নয়া নির্দেশিকাও জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে ৷ এদিকে করোনা অবোহে বিগত দু’বছর কার্নিভাল বন্ধ থাকার পর এই বছর আবার এই কার্নিভাল হতে চলেছে রেড রোডে। শুক্রবার জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে। শনিবার হবে কলকাতায় কর্নিভাল । শহর কলকাতার ১০০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এবার ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। তাই পুজোয় উপস্থিত থাকবেন ইউনেসকোর প্রতিনিধিরাও। কর্নিভাল নিয়ে নতুন নির্দেশিকা দিল নবান্ন ৷ বৃহস্পতিবার এনিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ প্রতিটি গাড়ির উচ্চতা থাকবে ১৬ ফুটের মধ্যে। তবে প্রতিমার উচ্চতা বেশি হলে, নিচু গাড়ির ব্যবহার করতে হবে। কার্নিভালে অংশ নেওয়া গাড়ির নাম-সহ চালকের যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা রাখতে হবে। জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে রেড রোডে কার্নিভাল। এই কার্নিভাল চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে। অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটিই বিশ্ববাংলার কোনও না কোনও শারদ সম্মান জিতেছে । কার্নিভালের শোভাযাত্রায় থাকবে বিশেষ ট্যাবলো। ধুনুচি নাচ থেকে শুরু করে ছৌ নাচ হবে এদিন । শোভাযাত্রায় যেমন পুজো কমিটিগুলির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই রাজ্যের পক্ষ থেকেও আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটিকে ২ থেকে ৩ মিনিটের মধ্যেই মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ ৫০ জন সদস্য আসতে পারবেন । নির্দেশিকায় বলা হয়েছে, রেড রোডের কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে সংশ্লিষ্টদিনে সকাল ১১টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডের নির্দিষ্ট জায়গায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে এসে শোভাযাত্রা দাঁড়াবে মূল মঞ্চের সামনে। তারপর অল ইন্ডিয়া রেডিওর পাশ দিয়ে এগিয়ে যাবে বিসর্জনের জন্য। লালবাজারের তরফে বলা হয়েছে, দুপুর তিনটে থেকে শোভাযাত্রার ট্যাবলো রেড রোডে নিয়ে যেতে হবে পুজো কমিটিগুলিকে৷ কার্নিভাল চলাকালীন প্রতিটি ঠাকুরের সঙ্গে মোট ৫০ জন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ৷ নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে ৷ বিকেল ৪ টে থেকে শুরু হবে কলকাতা পুজো কার্নিভালের শোভাযাত্রা ৷ লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর, এখনও পর্যন্ত ট্রাফিক ডাইভারশন সেই ভাবে করা হয়নি ৷ কিন্তু পুজো কার্নিভাল চলাকালীন রেড রোডের পাশাপাশি, তার সংযোগকারী রাস্তাগুলিও বন্ধ থাকতে পারে ৷ যাতে কোনও বেপরোয়া গাড়ি সেখানে প্রবেশ করতে না পারে ৷ কার্নিভালে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সহ-কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ৷ থাকবেন রাজ্য পুলিশের ডিজি ৷ এছাড়াও রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য ময়দান, ধর্মতলা চত্বর, স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড বাড়তি নজরদারি রাখছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ সেখানে ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা নিজেরা গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন ৷ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, প্রয়োজন পড়লে ময়দান এলাকা দিয়ে চলাচলকারী বাসগুলিকে ঘুরপথে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷ কার্নিভালের প্রস্তুতি জন্য এ দিন সকাল থেকেই রেড রোডে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন ৷ পাশাপাশি, পুলিশের নজরদারি ভ্য়ান ওই এলাকায় টহল দিচ্ছে ৷