নিয়ন্ত্রণ হারিয়ে লরি একটি হোটেলের উপর উল্টে পড়ল। সেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের স্কুল চৌপথি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত দুজনের নাম পূর্ণ আর্য(৪৮) ও রাজকুমার বর্মণ (৫৫)। এরমধ্যে পূর্ণ আর্য হোটেল কর্মচারী। মৃত রাজকুমার বর্মণ হোটেল মালিক সজল কুমার রায়ের আত্মীয়। তিনি সজলবাবুর বাড়ি বেড়াতে এসেছিলেন। মাদারিহাট সদর শহরের স্কুল চৌপথিতে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিস পরে ক্রেন লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে। ইউরিয়া সার বোঝাই বারো চাকার লরিটি অসম থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আহত লরির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই উল্টে যাওয়া লরিতে থাকা সারের বস্তা চাপা পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির।