আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাস উত্তরবঙ্গ পরিবহণ নিগমের
Posted onAuthorবঙ্গনিউজComments Off on আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাস উত্তরবঙ্গ পরিবহণ নিগমের
উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপত্তি। সিকিম-শিলিগুড়ি জাতীয় সড়কে ধস নামে। যার ফলে বহু পর্যটক তাঁদের ট্রেন ধরতে পারেন নি। সেই পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করল উত্তরবঙ্গ পরিবহণ নিগম।