নতুনভাবে সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ। সন্ধে হলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। স্ক্রিনে ফুটে উঠবে কলকাতার ইতিহাস। কলকাতা পোর্ট ট্রাস্ট লিখিত ভাবে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় তথ্য এবং সংস্কৃতি দপ্তরের কাছে। সেই প্রস্তাবে সায় দেওয়ায় শীঘ্রই এই কাজ শুরু হবে। পুরো কাজটি করতে খরচ হতে পারে প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি। গত কয়েক বছর ধরে হাওড়া ব্রিজে যো আলো জ্বলছে নতুন প্রযুক্তিতে সেই আলো আরও উন্নত হবে এবং অনেক কম সময়ে রং বদলাতে পারবে। তার সঙ্গে সঙ্গে থাকবে অদৃশ্য স্ক্রিন। যা দিনের বেলায় খালি চোখে দেখা যাবে না। সন্ধে হলেই সেখানে ফুটে উঠবে প্রাচীন কলকাতার ইতিহাস।
Photo courtesy: (Social Media) Santa Pal