খেলা

বাদ সৌরভ! বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন রজার বিনি, সচিব পদে মনোনয়ন জয় শাহের

বোর্ড সভাপতি হিসেবে আর থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গায় আসতে চলেছেন রজার বিনি। তিনি যে বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে পারেন, মঙ্গলবার সকালেই তা প্রায় নিশ্চিত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় জানা গেল, বোর্ডের সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন রজার বিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল এ কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বোর্ডের বার্ষিক সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতি হবেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার। ১৮ অক্টোবর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষনা করা হতে পারে। ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। তার আগে বুধবারের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে, কর্ণাটক রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী রজার বিনির নাম প্রস্তাব করা হতে পারে। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে তিনিই। আগে যদিও মনে করা হয়েছিল জয় শাহ এই চেয়ারে বসতে পারেন। তবে তা এখনই হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সৌরভ বা জয় চাইলেই বোর্ডের নির্বাচনে দাঁড়াতে পারতেন। কিন্তু সৌরভ এই নির্বাচনে দাঁড়াবেন না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিসিসিআই নির্বাচন নিয়ে বড় মন্তব্য করলেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্ল। তিনি জানিয়েছেন, ‘আমি সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছি,রজার বিনি সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন,জয় শাহ সচিবের পদে এবং আশিস শেলার কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত,পরিস্থিতি এমন যে সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। এই পদের দাবিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন রজার বিনি। এমনই মন্তব্য করেছেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, বোর্ডে সচিবেক পদে আবার দেখা যাবে জয় শাহকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এখন বিসিসিআই-এর নতুন সভাপতির লাগাম তুলে দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রজার বিনির হাতে।