বিদেশ

বাটাহাম্বারকে ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রেন, আহত ৩

দুর্ঘটনার সাক্ষী রাজবাড়ীর পাংশা উপজেলা। অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একটি বাটাহাম্বারকে প্রায় ২০০ গজ দূরে টেনে নিয়ে গেল একটি ট্রেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে সত্যজিৎপুর এলাকায়। দুর্ঘটনায় একটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৩জন। আহতরা হলেন জুলহাস মোল্লা(৩২), বাটাহাম্বারের চালক খায়রুল ইসলাম (২৮), বাটাহাম্বারের সহকারী চালকি রিহাদ সর্দার (২৭)। আহতদের পাংশা উপজেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে খায়রুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। ওই ট্রেনে যাত্রী ছিলেন আবু মুসা বিশ্বাস। তিনি বলেন, ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহের উদ্দেশ্যে যাচ্ছিল। সত্যজিৎপুরে একটি অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সামনে চলে আসে একটি বাটাহাম্বার। ট্রেনের ওই বাটাহাম্বারটিকে প্রায় ২০০ গজ দূরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। লাইনের পাশে দাঁড়িয়েছিল দুটি ভ্যান। ঘটনায় দুটি ভ্যানও দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনের তলায় কাটা পড়ে একটি ছাগল। ঘটনায় ট্রেনের সামনের দিকের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।