কলকাতা

কার্নিভালের পর এবার ইকো পার্কে বিজয়া সম্মিলনির আয়োজন করতে চলেছে রাজ্য সরকার

ইউনেস্কোর স্বীকৃতির পরে এবছর দুর্গাপুজোর আয়োজনে ছিল বিপুল সমারোহ। তেমনই এবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গেও পুজোর কার্নিভাল আলাদা মাত্রা পেয়েছিল। এবার সেই পুজো পরবর্তী বিজয়া সম্মিলনি আয়োজিত হতে চলেছে কলকাতার ইকোপার্কে। বুধবার রাজ্য শিল্প দপ্তরের উদ্যোগে এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হবে ইকো পার্কের মিস্টিকা বাঙ্কয়েটে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদেরও। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদেরও। দুর্গাপুজোর পর সাধারণত এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান করে থাকেন মুখ্যমন্ত্রী। রাজ্য শিল্প দফতরের উদ্যোগে এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হবে ইকো পার্কের মিস্টিকা বাঙ্কয়েটে।