শুক্রবার সকালে বিল্লা বাজারে প্রাতঃভ্রমণের সময় বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিদিনের মতো এদিনও অভ্যাস মতো চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। উত্তেজনা থামাতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, বেলদা সহ নারায়ণগড় ব্লকে কোনও রকম উন্নয়নমূলক কাজ করেননি বিজেপি সাংসদ। বেলদা ফ্লাইওভার সহ ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবি তুলেও তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোয় পুলিশ ডাকতে হয়। বেলদা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।