কলকাতা

বউবাজারে ৪৫টি বাড়ি খালি করতে হবে, জানালেন মেট্রো কর্তারা

বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ৪৫ টি বাড়ি খালি করে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান কেএমআরসিএলের এমডি সি এন ঝা এবং প্রকল্প অধিকর্তা এন সি কারনালি। তাঁরা জানান, ইতিমধ্যে ১০টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বাকিগুলিও খালি করা হবে। সব মিলিয়ে এই ৪৫টি বাড়িতে ৪০০ জন বাসিন্দা রয়েছেন। ১৩৬ জনকে ৫টি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা জানান, দুর্ঘটনা স্থলের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যত বাড়ি আছে, সবগুলি খালি করে কাজ করতে হবে। তবে কাজ যথারীতি চলবে। ওই দুই কর্তা স্বীকার করে নেন কাজ শেষ হতে আরও সময় লাগবে। তাঁরা জানিয়েছেন, লোকজন সরানোর জন্য কলকাতার মেয়রের সাহায্য চাওয়া হয়েছে। তবে মেয়র ফিরহাদ হাকিম বারবার একই ঘটনা ঘটায় কেএমআরসিএলের উপর যারপরনাই ক্ষুব্ধ এবং বিরক্ত।মেট্রোর দুই কর্তা জানান, ক্ষতিগ্রস্ত স্থানীয় দোকানদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। যাঁদের ১০০ বর্গফুটের দোকান রয়েছে তাঁরা ১ লক্ষ টাকা এবং ১০০ বর্গফুটের বড় দোকান থাকলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। হোটেলে যদি এক মাসেরও বেশি সময় থাকতে হয়, তাহলে তাঁদের এককালীন ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।এদিন ভোরে বউবাজারের মদনদত্ত লেনে বাড়িগুলিতে ফাটল ধরে। বাসিন্দাদের মধ্যে আবার আতঙ্ক গ্রাস করে।