কলকাতা

সার্ভার ডাউন! প্রাথমিকে টেট পরীক্ষার আবেদন সমস্যা

প্রাথমিকের টেট পরীক্ষার জন্য শুক্রবার বিকেল চারটে থেকে অনলাইন আবেদন গ্রহণ করার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। ঢুকলেই সার্ভার এরর দেখাচ্ছে। ফলে ফর্ম পূরণ করা যাচ্ছে না। ইতিমধ্যে এক ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।  আগামী ১১ ডিসেম্বর ওই টেট পরীক্ষা হওয়ার কথা। গত ২৯ সেপ্টেম্বর তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। পর্ষদ বলেছে, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা এই পরীক্ষায় বসতে পারবেন। তাতে আবার বেঁকে বসেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। এর মধ্যেই আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, যাঁরা বিএড এবং ডিএলএড কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসতে পারবেন। বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সব মিলিয়ে ১১ ডিসেম্বর পরীক্ষা হবে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।