কলকাতা

ফের দেশের সেরা বাংলা, রাজ্যের ঝুলিতে ৩টি স্কচ অ্যাওয়ার্ড, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

একের পর এক স্কচ অ্যাওয়ার্ড স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসন পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ফের স্কচ পুরস্কারে সম্মানিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের বন দফতর, মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং বাঁকুড়া জেলা তিনটি পৃথক পৃথক বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে। ‘যৌথ বন অভিযান’ পরিচালনায় সাফল্যের জন্য রাজ্য বন দফতর স্কচ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে। মা ও শিশুদের মধ্যে অপুষ্টি দূর করার জন্য ‘অপারেশন পুষ্টি’ প্রকল্পের জন্য সিলভার পুরস্কার পেয়েছে বাঁকুড়া জেলা। রাজ্য মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর ‘ঐক্যশ্রী স্কলারশিপ’-এর জন্য গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে একই সঙ্গে। রাজ্য একাধিক স্কচ অ্যাওয়ার্ড পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “উভয় বিভাগের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।মানুষের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে, আমরা যেন আরও উচ্চতা অর্জন করতে পারি।”