কলকাতা

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শিয়ালদা

শিয়ালদহ ডেন্টাল কলেজের সামনে আপার প্রাইমারি চাকরি প্রাথীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে চাকরি প্রাথীদের সংঘর্ষ বেধে যায়। শনিবার বেলা সাড়ে ১২ টা থেকে টানা বিক্ষোভ চলে। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি প্রাথীরা। রাস্তা থেকে পুলিশ তাদের তুলতে গেলে পুলিশের সঙ্গে  ধস্তাধস্তি শুরু হয়। প্রায় পৌনে দুটো পর্যন্ত এই ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে বিক্ষোভ কারীদের।  রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভ কারীরা। টানতে টানতে তোলা হয়  পুলিশের ভ্যানে ও বাসে। এইসময় মহিলা চাকরি প্রাথী বেশি থাকায় পুলিশকে বেগ পেতে হয়।