কলকাতা

সাড়ম্বরে পালিত হল সুতানুটি উৎসব ২০১৯

অমিত পাঠক, কলকাতাঃ  যদিও বিতর্কিত তবুও ধরে নেওয়া হয় জোব চার্নকের হাত ধরে মহানগরী কলকাতার জন্ম হয়। সাবর্ণ চৌধুরীদের হাত থেকে সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর গ্রাম ইংরেজদের হাতে আসার পরে একদিন কল্লোলিনী তিলোত্তমা হয়ে উঠবে। বাগবাজার থেকে বউবাজার জুড়ে ছড়িয়ে রয়েছে শহর গড়ে ওঠার স্মৃতি। এই সম্পর্কে সচেতনতা গড়ে তোলার

লক্ষে সুতানুটি পরিষদের সৃষ্টি। প্রায় ৩০ বছর ধরে এই কাজ চলছে। বছরভর নানা অনুষ্ঠান হয়। ২৪ অগস্ট শুরু হয় সুতানুটি উৎসব। রাজা নবকৃষ্ণের নাটমন্দির সুতানুটি পরিষদের উদ্যোগে কলকাতা পুরসভা অধিগ্রহণ করে। সেখানেই চলে এই উৎসব। প্রতি বছর সুতানুটি পরিষদ এই উৎসবের আয়োজন করে। গুণীজন সংবর্ধনা, কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। প্রাচীন কলকাতার ঐতিহ্য সংরক্ষণই পরিষদের উদ্দেশ্য।