আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেব শপথ নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। এমন কথাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। সংবিধান মেনে রাষ্ট্রপতি নিয়োগ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। দেশের ৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি চন্দ্রচূড়। আগামী নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন ললিত।