দেশ

উমর খালিদের জামিনের আর্জি খারিজ

২ বছর আগে রাজধানী দিল্লিতে দাঙ্গা বাঁধানোর অভিযোগে ধৃত জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি রজনীশ ভাটনগরের ডিভিশন বেঞ্চ জামিনের আর্জি খারিজ করতে গিয়ে বলেছে, ‘আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই নেই।’ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতার আইনজীবী ত্রিদীপ পায়েস।  ২০২০ সালের ফেব্রারুয়ারি মাসে রাজধানীতে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধে। ওই দাঙ্গা বাঁধানোর অভিযোগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। ৭৬৫ দিন জেলে বন্দি রয়েছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা। এদিন রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, ‘জামিনের আর্জির পক্ষে কোনও যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যায়নি। তাই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে।’ পূর্ণাঙ্গ রায়ের কপি যাতে সঠিকভাবে ওয়েবসাইটে আপলোড করা হয়, আদালত কর্মীদের সেই নির্দেশ দেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল।