সামনেই কালীপুজো এবং দীপাবলি। কিন্তু, এরইমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। যার জেরে ২৪-২৫ অক্টোবর প্রবল বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জানা যাচ্ছে এমনটাই। এদিকে সাইক্লোন ‘সিত্রাং’ মোকাবিলায় তৎপর প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার সিত্রাং নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, দুপুর বারোটা নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। সেখানে রাজ্যের ২০টি দফতরের সচিব এবং জেলাশাসকরা উপস্থিত থাকবেন। জেলা শাসকরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। একদিকে যখন রাজ্যে কালীপুজোর প্রস্তুতি চলছে, সেই সময় রাজ্যে সাইক্লোনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নবান্ন সূত্রে খবর, ২০টি এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী) (SDRF) এবং ১৫টি এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী) (NDRF) দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও এই সাইক্লোনের ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ২৪ এবং ২৫ অক্টোবর উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ পর্যন্ত সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই নবান্নের তরফে সাইক্লোন মোকাবিলায় পদক্ষেপ করা হয়েছে। সমস্ত জেলায় কালীপুজোর জন্য যে প্যান্ডেলগুলি করা হচ্ছে তার ভিত যাতে মজবুত করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশসনকে। প্রয়োজনে জেলা প্রশাসকদের ব্যক্তিগত স্তরেও এই বিষয়ে নজরদারি চালানোর কথা বলা হয়েছে।