দেশ

ফের অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

ফের সেনা হেলিকপ্টারে দুর্ঘটনা। অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সিয়াং জেলায় সিংগিং গ্রামের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই জায়গাটি টুটিং সদর দফতর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত। গুয়াহাটি ডিফেন্স পিআর-এর মতে, টুটিং থেকে ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে এই আর্মি হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি সড়কপথের সঙ্গে সংযুক্ত নয়। তড়িঘড়ি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। হেলিকপ্টারে যারা ছিলেন, তাঁদের খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। তবে দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ আস্তে আস্তে চালু হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, ঘটনায় দু’জন জওয়ানের মৃত্যু হয়েছে। সেনা সূত্রের খরব, তিনটি উদ্ধারকারী দল নেমেছে উদ্ধারকাজে। যে কপ্টারটি ভেঙে পড়েছে সেটি ছিল অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। হেলিকপ্টারটি রুটিন মহড়া চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। এই কপ্টারে পাঁচজন সেনা অফিসার ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। দুবারই অরুণাচলে ভেঙেছে সেনার হেলিকপ্টার।