কালীপুজোর রাতে পূর্ব মেদিনীপুর শহরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে রামনগর থানার সাপুয়া মোড়ে। একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ জানা গেছে, তাঁদের প্রত্যেকের বাড়ি কাঁথি থানার মাজনা এলাকায়। তাঁদের মধ্যে মৃত বছর পঞ্চাশের নন্দন প্রধান, তিনি গাড়ির মালিক ছিলেন। কাঞ্চন সাউ (৪৮), গৌতম দাস (৪৬) ৷ যিনি আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁর নাম রঞ্জন দেবনাথ (৫০) ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজনরা কাঁথি মহকুমা হাসপাতালে পৌঁছেছেন। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। দীপাবলির রাতে এহেন পথ দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।