কলকাতা

নভেম্বরে বঙ্গ সফরে মোদি-শাহ

নভেম্বরেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাসের প্রথমে অমিত শাহ এবং মাসের শেষে নরেন্দ্র মোদি আসবেন বলে খবর। আর মোদি এবং শাহের দুই কর্মসূচিতে তাঁদের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান হিসেবে একটি বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন অমিত শা। ওই বৈঠকে পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ‘নমামি গঙ্গে’ কর্মসূচি উপলক্ষ্যে নভেম্বরের শেষে মোদির কলকাতায় আসার কথা। দিল্লিতে মোদি-মমতা বৈঠকের পরেই রাজনৈতিক মহলে বিভিন্ন রকম চর্চা চলেছিল। তারপরে সম্ভবত এটিই হবে তাঁদের দু’জনের মুখোমুখি সাক্ষাৎ। কিন্তু আপাতভাবে কলকাতায় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটি একেবারেই সরকারি। ফলে সেখানে সরাসরি রাজনীতির কথা উঠে আসার সম্ভাবনা কম। তাছাড়া এখনও পর্যন্ত তাঁদের আলাদা করে কোনও বৈঠক বা আলোচনার কথাও জানা যায়নি।