কলকাতা

‘সন্তানরা চাকরি পাক’, ছটপুজোয় এমনই প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

 সন্তানরা চাকরি পাক। এমনটাই প্রার্থনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারে হেস্টিংস নেতাজি স্পোর্টস ক্লাবে ছটপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, ‘সূর্য দেব আপনাদের ভালো করুক, ছট মাইয়া মনস্কামনা পূর্ণ করুক’। এদিন তিনি আরও বলেন, সকলের বাড়িতে খুশি থাকুক। পরিবার ভালো থাকুক। সকলে সুস্থ থাকুক। তাঁর প্রার্থনা, ‘আপনাদের সন্তানরা চাকরি পাক’। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কর্মসংস্থান ও শিল্পের কথা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেছেন, রাজ্য কর্মসংস্থানে ইচ্ছুক। ছটপুজোর উদ্বোধনে এসেও একই কথা বললেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্য সরকার বারবার বলেছে, অন্যতম লক্ষ্য বেকারত্ব সমস্যার সমাধান। সরকারের উদ্যোগে এই লক্ষ্যেই আয়োজিত হয় জব ফেয়ার। অন্যদিকে, রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে শিল্পেও। এদিন নেতাজি স্পোর্টস ক্লাবের মঞ্চ থেকেই তিনি বলেন, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ঘাটে নেমে পুজো করুন। তারপর ঘরে ফিরে যান। ছোট সন্তানদের নিয়ে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন সকলকে সতর্ক করে তিনি বলেন, কোনও প্ররোচনার ফাঁদে পড়বেন না। শান্তি বজায় রাখুন।