দেশ

সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুর পরেও দায়সাড়া এফআইআর পুলিশের, নাম নেই রক্ষনাবেক্ষণের সংস্থার

একসঙ্গে ১৪১জন মানুষের মৃত্যুর পরেও মোরবি সেতুর ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর-য়ে নাম নেই সেই সংস্থার, যারা পুরসভার ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতু ব্যবহারের জন্য খুলে দিয়েছিল। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এফআইআর-য়ে লেখা হয়েছে ‘অজ্ঞাতপরিচয় সংস্থা’। নাম নেই সংস্থার কোনও আধিকারিকের। অথচ দুনিয়া জেনে গিয়েছে কাকে সেতু মেরামতি ও সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেতু মেরামতি, সংস্কার, রক্ষনাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল ওরেভা। চুক্তি হয়েছিল ১৫

বছরের। ওভেরা সংস্থাটি সিএফএল বাল্ব তৈরির জন্যই সারা দেশে বিখ্যাত। বাল্ব ছাড়াও সংস্থাটি তৈরি করে ঘড়ি। ‘অজন্তা’ এবং ‘অরপ্যাটে’র ঘড়ি এই দেশে জনপ্রিয়তা লাভ করে ওভেরা সংস্থার হাত ধরেই। সেতু সংস্কারের সঙ্গে তারা যুক্ত, এমন কোনও কথার উল্লেখ নেই সংস্থার ওয়েবসাইটেও। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। প্রায় ১৪০ বছরের পুরনো ব্রিটিশ আমলের এই ঝুলন্ত ব্রিজটি সংস্কারের পর গত ২৬ অক্টোবর নতুন করে উদ্বোধন করা হয়৷ এর পর গতকাল বিকেলে মচ্ছু নদীর উপরে সেতুটি আচমকাই ভেঙে পড়ে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪১। আশঙ্কা করা হচ্ছে, এখনও মাচ্ছু নদীর জল-কাদায় প্রায় ১০০ দেহ আটকে রয়েছে।