ভাইরাল

‘এটা ভগবানের মার নয়, এটা দুর্নীতির মার’, কলকাতার পোস্তা সেতু ভাঙার প্রতিক্রিয়া তাড়া করছে মোদিকে

প্রবাদ আছে – মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর ফেরে না। পোস্তা সেতু ভেঙে পড়ার পর প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা গিয়েছিল, এটা ভগবানের মার নয়, এটা দুর্নীতির মার। ব্যাখ্যা করলে দাঁড়ায়, পোস্তা সেতু নির্মাণে রাজ্য সরকার দুর্নীতি করেছে। মোদি এও বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার উদ্ধারকাজের দিকে মন দেওয়ার পরিবর্তে আগের বাম সরকারকে দুষছেন। সেই মন্তব্য এখন ব্যুমেরাং হয়ে ফিরছে। অ-বিজেপি সব দল এখন সেই প্রতিক্রিয়াকেই হাতিয়ার করে নমোকে বিঁধতে শুরু করেছে। সকাল থেকে অ-বিজেপি দলের হেভিওয়েট নেতারা ঠুকতে শুরু করেছেন। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সোমবার টুইট করে প্রধানমন্ত্রীকে সেই প্রতিক্রিয়া মনে করিয়ে দিয়েছেন। প্রিয়ঙ্কার টুইট – কলকাতার পোস্তায় সেতু ভেঙে পড়ার পরে পরে প্রধানমন্ত্রী মোদি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সেটা ভীষণ ভীষণ মনে পড়ছে। ওনাকে বলতে শুনেছিলাম, এটা ভগবানের মার নয়, এটা দুর্নীতির কোপ। তাহলে মোরবি সেতুর ক্ষেত্রেও নিশ্চই একই কথা প্রযোজ্য। কী তাই তো? কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও মোদিকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন – মোদি জি, মোরবি সেতু ভেঙে পড়ল কী ভগবানের মারে না দুর্নীতির ঝাড়ে? নিশ্চই দুর্নীতি হয়েছে। আপনি কী বলেন? একই প্রশ্ন আপ নেতা সৌরভ ভরদ্বাজের। জানা গেছে, ব্রিজ রক্ষণাবেক্ষণ দায়িত্ব ছিল ‘ওভেরা’ সংস্থার উপর।  এই ওভেরা সংস্থাটি সিএফএল বাল্ব তৈরির জন্যই সারা দেশে বিখ্যাত। বাল্ব ছাড়াও সংস্থাটি তৈরি করে ঘড়ি। ‘অজন্তা’ এবং ‘অরপ্যাটে’র ঘড়ি এই দেশে জনপ্রিয়তা লাভ করে ওভেরা সংস্থার হাত ধরেই। সেতু সংস্কারের সঙ্গে তারা যুক্ত, এমন কোনও কথার উল্লেখ নেই সংস্থার ওয়েবসাইটেও।