দেশ

গুজরাতে সেতু বিপর্যয়ের জের, আমেদাবাদে রোড শো বাতিল করলেন মোদি, আগামীকাল যাবেন ঘটনাস্থলে

 ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, সোমবার ঘটনাস্থলে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। এদিন আমেদাবাদে রোড শো করার কথা ছিল তাঁর। কিন্তু বিপর্যয়ের জেরে সেই রোড শো বাতিল করা হয়েছে। তিন দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই এই ঘটনা। । অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মোরবি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁর সফরের কথা এদিন দুপুর দেড়টা নাগাদ জানিয়ে দেওয়া হয়েছে।  খবর দিল গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর।  দফতর  থেকে মঙ্গলবার দুপুরে ছোট একটা টুইট করে বলা হয়েছে, আগাীকাল দুপুরে প্রধানমন্ত্রী মোদি মোরবি আসবেন।  দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত এল ১৮ ঘণ্টা কেটে যাওয়ার পর।