গুজরাতের সেতু দুর্ঘটনার পরে বিশেষ সতর্ক হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতরের আধিকারিকদের একটি বৈঠক হয়েছিল এদিন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ত দফতরের অধীনে থাকা প্রায় ২ হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, নভেম্বরেই হবে স্বাস্থ্য পরীক্ষা। শুধু তাই নয়, দ্রুত মেরামত করা হবে বাংলার প্রায় ১২টি সেতু। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।