দেশ

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগের ভিত্তিতে The Wire-র সম্পাদকদের বাড়িতে দিল্লি পুলিশের হানা

কোনো সুষ্ঠু তদন্ত অবশ্যই যথাযথ প্রক্রিয়া এবং আইনের শাসন অনুসারে করা উচিৎ। সাংবাদিকতাকে অপরাধীকরণের উদ্দেশ্য পূরণ করা উচিত নয়। The Wire-এর সম্পাদকদের বাড়িতে পুলিশি অভিযানের নিন্দা করে মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ডিজিপাব। ডিজিপাব ইন্ডিয়া, স্বাধীন ডিজিটাল নিউজ পোর্টালগুলির একটি সমষ্টি, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের দায়ের করা একটি ফৌজদারি মানহানির অভিযোগের ভিত্তিতে সোমবার দ্য ওয়্যারের সম্পাদকদের (ডিজিপাব সদস্য) বাড়িতে দিল্লি পুলিশের অভিযানের নিন্দা করেছে৷ এদিনের বিবৃতিতে ডিজিপাব জানিয়েছে, “যদি কোনো সাংবাদিক বা সংবাদ সংস্থা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে, তাদের সহকর্মী এবং সুশীল সমাজের কাছে দায়বদ্ধ হওয়া উচিত। কিন্তু পুলিশ যখন

ক্ষমতাসীন দলের একজন মুখপাত্রের দায়ের করা এক ব্যক্তিগত মানহানির অভিযোগের ভিত্তিতে সম্পাদকদের বাড়িতে দ্রুত এবং নির্বিচারে তল্লাশি চালায় তা সম্পূর্ণরূপে বিদ্বেষমূলক উদ্দেশ্য।” সম্মিলিতভাবে জারি করা এই বিবৃতি দেওয়া হয়েছে ওয়্যার, নিউজক্লিক সহ ডিজিপাবের প্রতিষ্ঠাতা নিউজ মিনিট, নিউজ লন্ড্রি, আর্টিকেল ১৪, স্ক্রোল, অল্ট নিউজের মতো ১১টি এগারোটি সংস্থার পক্ষ থেকে। ওই বিবৃতিতে এই তল্লাশির বিপদের বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, “দ্য ওয়্যারের গোপনীয় এবং সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত এবং নকল করার জন্য এই তল্লাশি একটি অজুহাত হিসাবে ব্যবহৃত হচ্ছে।” ডিজিপাব আরও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে তদন্তটি “ভারতে ইতিমধ্যে সাংবাদিকতার ভঙ্গুর অবস্থাকে আরও খারাপ করার একটি হাতিয়ার” হয়ে উঠতে পারে।