নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় একেরপর এক গাড়িকে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। যার জেরে প্রাণ হারালেন ৫ জন ব্যক্তি। জখম হলেন আরও ১২ জন। দুর্ঘটনাটি ঘটেছে, আজ বুধবার উত্তরপ্রদেশের আলিগড়ের জাত্তারি ও টাপ্পাল এলাকার মধ্যবর্তী এলাকায়। পুলিস সূত্রে খবর, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি দু’জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পাঞ্জাব থেকে আসা বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যান্য গাড়ি, টেম্পো ও মোটরবাইকগুলিতে ধাক্কা মারতে থাকে। খবর পেয়েইে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটি প্রথমে একটি টেম্পোর পিছনে ধাক্কা মারে। এরপর টাল সামলাতে না পেরে রাস্তার বাকি অনেকগুলি যানবাহনকে যাত্রী সহ ধাক্কা মেরে এক সময় শান্ত হয়। তাঁরা এটাও জানিয়েছেন যে, বাসটির চালক সেই সময় স্বাভাবিক অবস্থায় ছিল না। ঘাতক বাসটির চালককে আটক করেছে পুলিস। হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে।