কলকাতা

বাংলায় সিএএ হতে দেব না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

চেন্নাই যাওয়ার আগে বিমাবন্দরের বাইরে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বিমাববন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘এ সব নির্বাচনের কথা মাথায় রেখে করা হয়েছে। এ সব আমরা হতে দেব না৷’’ অর্থাৎ, তিনি আবারও স্পষ্ট করে বলে দিলেন, সিএএ হোক সেটা তিনি চাইছেন না৷ আগেই গুজরাতে নাগরিকত্ব বিষয়ে বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, গুজরাতের দু’টি জেলা আনন্দ এবং মেহসনিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অমুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷ পাশাপাশি তিনি গুজরাত সেতু বিপর্যয় নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়। একইসঙ্গে গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।