মধ্যপ্রদেশের বেতুলে একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল ১১জনের। মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। সকলেই গাড়ির যাত্রী বলেই জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ভোপাল থেকে প্রায় ১৭০ কিমি দূরে বেতুলে। গতকাল রাত ২টো নাগাদ মহারাষ্ট্র থেকে আসছিল ওই গাড়িটি। আচমকাই বেতুল জেলার ঝাল্লরে একটি বাসের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। প্রায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই গাড়ির ১১জন যাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝালর থানার পুলিস। শুরু হয় উদ্ধারকাজ। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে ছ’জন পুরুষ, তিনজন মহিলা রয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় পাঁচ বছরের এক নাবালিকা এবং এক শিশুর মৃত্যু হয়েছে। অমরাবতী থেকে শ্রমিক পরিবারের সদস্যরা ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের সকলের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুটি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এদিকে কুয়াশার ফলে রাস্তার দৃশ্যমানতা কম। সেই কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিস কর্মীদের একাংশের ধারণা, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জানানো হয়েছে, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।