আপাতত ৪০ দিনের জন্য ধরনায় অনুমতি মিলল ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, গান্ধিমূর্তির সামনে ধরনায় বসতে পারবেন চাকরিপ্রার্থীরা।চাকরির দাবিতে অনড় আন্দোলনকারীরা। বুধবার মধ্যরাত পর্যন্ত অশান্ত লালবাজার চত্বর। বুধবার রাতে ৩০জন প্রার্থীর নামে ৩৫৩, ১৪৭, ১৪৮, ১৪৯ -সহ আরও বেশ কিছু ধারায় মামলা করা হয়েছে। তাদের জামিন দিল আদালত। টেট বিক্ষোভে অরুণিমা পাল সহ ৩০ জন চাকরিপ্রার্থীকেই শেষপর্যন্ত জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। ৩০০ টাকার বন্ডে। যাঁরা জামিন পেলেন, তাঁদের অবশ্য প্রত্যেকদিন থানায় হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, ধর্মতলায় ফের ধরনায় বসতে পারবেন ২০১২ ও ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। গান্ধীমূর্তির পাদদেশে ৪০ দিন শান্তিপূর্ণ ধরনার অনুমতি দিয়েছে হাইকোর্ট।