জেলা

পূর্ব বর্ধমানে গ্রামীন গৃহস্থের দুয়ারে বসে চা-বিস্কুট খেলেন মুখ্যমন্ত্রী

পূর্ব বর্ধমানঃ কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরে একটি চায়ের দোকানে গিয়ে চা বানিয়ে সবাইকে খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার চা খেলেন আর্থিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারের বাড়িতে ৷ এবার ঘটনাস্থান বর্ধমান জেলার উল্লাসের দাসপাড়া ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে  চা খাওয়ার পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী ৷

হঠাৎ গ্রামে সাইরেন বাজিয়ে একের পর এক গাড়ি ঢুকতে শুরু করে। গ্রামের লোকজন চমকে ওঠে ।  গাড়ি থেকে নেমেই মুখ্যমন্ত্রী বলেন, “এক গ্লাস জল দিন তো? আপনারা সবাই কেমন আছেন? কী সমস্যা আছে আপনাদের?” সামনে এভাবে মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে অবাক হয়ে পড়েন। ততক্ষণে শিশু রুইদাসদের বাড়ির বারান্দায় একটি চেয়ারে বসেছেন মুখ্যমন্ত্রী ৷ গল্প করছেন ৷ ভিড় জমিয়েছে এলাকার লোকজন ৷ তাদের খোঁজখবর নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷  তাঁদের সমস্যা সমাধানের আশ্বাসও না কি দেন তিনি ৷ চা খাওয়া শেষ করে গল্পগুজব  করেন তিনি । দেখুন ভিডিও –

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2933085086917608/