জেলা

মেরামতের জন্য দেড় মাস বন্ধ থাকছে সাঁতরাগাছি সেতু

সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৯ নভেম্বর থেকে টানা দেড় মাস বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতুটি। এই সময়ে ওই রাস্তা দিয়ে চলাচল করা সব যানবাহণই ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও এই রাস্তা বন্ধের জন্য আমজনতাকে বেশ বড়সড় দুর্ভোগের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। কেননা সেতুতে রাতের বেলায় যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হলেও দিনের বেলায় মাত্র ১টি লেন দিয়ে যানবাহন চলাচল করানো হবে। যার অর্থ লম্বা যানজট ও গাড়ির লাইন। আপাতত ঠিক হয়েছে ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুটি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে যানবাহন চলাচলের জন্য। ওই সময়ে কলকাতার দিক থেকে যে সব ভারী যানবাহন ৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাবে সেগুলিকে নবান্ন থেকে আন্দুল রোড দিয়ে ঘুরিয়ে আলমপুর হয়ে পাঠানো হবে। কলকাতার দিকে রাতের বেলায় যে সব গাড়ি আসবে তাদেরকেও এই পথেই কলকাতায় আসতে হবে। দিনের বেলায় সাঁতরাগাছি সেতু দিয়ে ১টি মাত্র লেন দিয়ে যাতায়াত করা যাবে। সেই লেন দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি চলাচল করতে পারবে। পণ্যবাহী গাড়ি দিনের বেলায় কলকাতায় আসার ক্ষেত্রে বা কলকাতা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। তবে ছোট পণ্যবাহী গাড়ি সলপ মোড় থেকে হাওড়া আমতা রোড ধরে কদমতলা জল ট্যাঙ্কি মোড়ে এসে সেখান থেকে ড্রেনেজ ক্যানেল রোড ধরে বেলেপোল মোড়ে এসে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসতে হবে। এই একি পথে দিনের বেলায় ছোট পণ্যবাহী গাড়ি কলকাতার বাইরে যেতে পারবে। তবে ঠিক কবে থেকে সেতু সংস্কারের কাজ শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও এই পরিকল্পনা দ্রুত রূপায়ণের পথে যাতে কোনও বাধা সৃষ্টি না হয় তার জন্য মুখ্যসচিব হাওড়া ও কলকাতার পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক সেরে ফেলেছেন সাঁতরাগাছি সেতু দিয়ে এখন দৈনিক এক লক্ষ যানবাহন চলাচল করে।