ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। কম্পনের তীব্রতা এতটাই ছিল, যে বহু বাড়ি ভেঙে পড়ে যায়। এখনও অবধি ভূমিকম্পের কারণে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম জাভার চিনাঞ্জুর শহর। সোমবার পশ্চিম জাভা অঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। পশ্চিম জাভার শহর সিয়ানজুরের প্রশাসনিক আধিকারিক হারমান সুহারম্যান জানিয়েছেন যে তাঁদের এলাকাই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরই খবর আসে যে ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্ততপক্ষে ৭০০ জন। ভূমিকম্পের কেন্দ্রস্থল, সিয়ানজুর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে। ইন্দোনেশিয়ার ভূবিজ্ঞান বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে। তার ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সুনামির কোনও সম্ভাবনা নেই।