খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপে ফের অঘটন, জাপানের কাছে ২-১ গোলে হেরে গেল জার্মানি

মঙ্গলবারই ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে হারিয়ে চমক দিল জাপান। প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পর পর দুই গোল জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল উদীয়মান সূর্যের দেশ। এদিন দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে জাপানের ফুটবলাররা। আর তাতেই জার্মানির রক্ষণ ভাগের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়ে ম্যাচের ৫ মিনিটে প্রথম কর্ণার আদায় করে নেয় জাপান। আট মিনিটের মাথায় জার্মানির জালে বল জড়ান জাপানের মিয়েদা। যদিও অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোলটি। এর পরেই খোলস ছেড়ে বেরিয়ে এসে মাঝমাঠের দখল নেন কিমিচ জোসুয়া, থমাস মুলাররা। ৩৩ মিনিটে বক্সের মধ্যে জার্মানির এক ফুটবলারকে ফাউল করেন জাপানের গোলরক্ষক গোন্ডা। পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন গুন্ডয়ান। এর পরে দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজের কাজ করতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে জাপান। ৬৫ মিনিটে হফম্যান এবং গরেটসকাকে নামান জার্মান কোচ। ৭২ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়ে জার্মান দুর্গকে অক্ষত রাখেন ম্যানুয়াল ন্যায়ার। ৭৫ মিনিটে বাঁদিক থেকে আসা ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রিতসু ডয়ান। আট মিনিট বাদে ডান দিক থেকে একটা বল দুর্দান্ত রিসিভ করে বক্সে ঢুকে গোল করে দলকে এগিয়ে দেন জাপানের আসানো। পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা চালিয়েছিলেন মুলাররা। কিন্তু লাভ হয়নি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারতে হয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ানকে।