দেশ

ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত্যু হল ৩ শিশু ও ৫ মহিলার, আহত ২৩

গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল ৮ জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আহতদের রাজধানী রায়পুরে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৃত ও আহতরা নামকরণের অনুষ্ঠানে বেমেতারা জেলার তিরাইয়া গ্রামে গিয়েছিলেন। সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই ৫ মহিলা ও ৩ শিশুর মৃত্যু হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় ২৩ জন স্থানীয় দুই হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চার জনকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়।পথ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে, ভূরি নিষাদ (৫০), নীরা সাহু (৫৫), গীতা সাহু (৬০), অগ্নিয়া সাহু (৬০), খুশবু সাহু (৩৯), মধু সাহু (৫), রিকেশ নিষাদ (৬) এবং টুইঙ্কেল নিষাদ (৬) ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই পাথররা গ্রামের বাসিন্দা। বেমেতারার কালেক্টর রণবীর শর্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বেমেতারার বিধায়ক দীপেশ সাহু, তিনি এবং এসপি রামকৃষ্ণ সাহু জেলা হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।