কলকাতা

বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন

বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন। জানা গেছে, গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক -কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারাকিরা। কিন্তু, আগুন নেভাতে ও কুলিং প্রসেস করতে দীর্ঘ সময় লাগে। প্রায় দেড় ঘণ্টার তৎপরতায় দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ আগুন নিয়ন্ত্রণে আসলেও ভস্মীভূত হয়ে যায় ওই বিল্ডিংটি। একইভাবে পার্শ্ববর্তী বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বেআইনি নির্মাণ ও তার ছাড়পত্র দেওয়া নিয়ে। এদিকে আগুন লাগার পর দমকল ও স্থানীয়দের তৎপরতায় বিল্ডিংয়ের আবাসিকদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে। দমকল আধিকারিকদের বক্তব্য, “ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে অনেক অসুবিধায় পড়তে হয়েছে ৷” আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল অধিকারিদের সংগে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আগুন দ্রুত কন্ট্রোল হয়েছে। হতাহতের কোনও খবর নেই। পাশের দু’টি বাড়ির গ্রাউন্ড ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অনেক সাহায্য করেছেন। ঘিঞ্জি এলাকায় এই গোডাউনটি বহুদিন ধরেই রয়েছে। আমাদের প্রাথমিক কাজ আগুন নেভানো। সেটা সম্ভব হওয়ার পর বাকি বিষয়গুলি ক্ষতিয়ে দেখা হবে।”