ব্রাজিল: ২ (রিচার্ডলিসন ২)
সার্বিয়া: ০
৫ বারের বিশ্বজয়ী ব্রাজিলের সাম্বা ঝড়ে উড়ে গেল সার্বিয়া। এদিন দুটি গোলই করেছেন রিচার্ডলিসন। তবে গোটা ম্যাচে ঠিক কতটা দাপট ব্রাজিল দেখিয়েছে, সেটা এই স্কোর বলছে না। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সার্বিয়াকে নিয়ে কীভাবে ছেলেখেলা করছে তারুণ্য আর ক্ষীপ্রতায় ভরা ব্রাজিল দল, সেটাও বলছে না এই ২-০ স্কোর। প্রথমার্ধের শুরুটা বাদ দিলে গোটা ম্যাচে একবারের জন্যও সার্বিয়া ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারল না। সেটাই এই ব্রাজিল দলের সবচেয়ে বড় সাফল্য। এবারের ব্রাজিল দলকে কেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে ধরা হচ্ছে, সেটা এদিনই দেখিয়ে দিলেন টিটের ছেলেরা। ৬২ মিনিটে তাঁর গোলেই এগিয়ে গেল ব্রাজিল। তবে এখানেই শেষ নয়। ৭৩ মিনিটে বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে বল জড়ালেন তিনি। খেলার ফলাফল ২-০। তবে
ব্রাজিলের ৩টে শট বারে লেগে ফিরে আসে। তা না হলে স্কোর ৫-০ হত! যাই হোক মরুদেশে সাম্বা ঝড় তুলে শুরু হল ব্রাজিলের এবারের বিশ্বকাপ অভিযান। কিন্তু এসবরে মাঝেও চোট পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ৭৯ মিনিটে দলের চিন্তা বাড়িয়ে মাঠ ছাড়েন তারকা স্ট্রাইকার নেইমার। সার্বিয়ার ডিফেন্ডারের সঙ্গে ট্যাকেলের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। তারপরেই তাঁকে তুলে নেন কোচ তিতে। মাঠের পাশে ডাগ আউটে দলের জয়ের স্বাদ পেলেও কান্নায় ভেঙে পড়েন নেইমার। দেখা যায় চোট পাওয়া স্থানে আইসব্যাগ বেঁধে রেখেছেন নেইমার। কিন্তু কতটা গুরুতর তাঁর চোট? এখনই খোলসা করে কিছুই বলেনি ব্রাজিল ফুটবল টিম। ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছে। তবে নেইমারের চোট কপালে চিন্তা বাড়ালো কোচ তিতের এটা বলার অবকাশ থাকে না। একনজরে দেখে নিন হাইলাইটস –