দেশ

শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ পিএসএলভি – সি ৫৪ রকেটের

শনিবার সফল উৎক্ষেপণ হল পিএসএলভি – সি ৫৪ রকেটের। শনিবার সকাল ১১টা ৫৬ মিনিটে পিএসএলভি – সি ৫৪ রকেটের সফলভাবে উৎক্ষেপণ করা হল শ্রীহরিকোটা থেকে। এর আগেও ইসরোর বিজ্ঞানীরা সফলভাবে উৎক্ষেপণ করেছেন পিএসএলভি – সি ৫৪ রকেট। ইসরো সূত্রের খবর, এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত পিএসএলভি – সি ৫৪ রকেটে রয়েছে একটি আর্থ অবজারভেশন উপগ্রহ, আটটি ন্যানো-স্যাটেলাইট উপগ্রহ।  সূত্রের খবর, এপর্যন্ত ইসরো মহাকাশে (Space) যে রকেটগুলি সফলভাবে উৎক্ষেপণ করেছে সেই তালিকায় নতুন করে যুক্ত হল পিএসএলভি – সি ৫৪ রকেট। পিএসএলভি – সি ৫৪ রকেট উৎক্ষেপণ করা হল তাতে রয়েছে ওশন মনিটর, সি সারফেস মনিটর, কিউ ব্র্যান্ড স্ক্যাটারমিটার। পিএসএলভি রকেটে সর্বমোট ৩২১ টনের ওজন রয়েছে। এনিয়ে পিএসএলভি – এক্সএল ২৪তম রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হল।